ধামরাইয়ে আগুনে পুড়ল আশ্রয়ন প্রকল্পের ১০ ঘর

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৮:৫২

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি এলাকার আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ১০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর কুশুরা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের একটি কক্ষে হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তেই তা আরো ১০টি ঘরে ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা (এসও) সোহেল রানা বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে আমরা খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে সাথে সাথেই চলে আসি। প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :