জমি নিয়ে বিরোধ, রাজশাহীতে রেলওয়ে শ্রমিকলীগ নেতা খুন

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় রেল কর্মচারী জহিরুল ইসলামকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মতিয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত জহিরুল ইসলাম মহানগরীর ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রেলওয়ে শ্রমিকলীগ নেতা। তার বাড়ি মহানগরীর হাজরা পুকুর এলাকায়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, নিহত জহিরুল ইসলাম রেলওয়ের পরিত্যক্ত জায়গাতে চাষাবাদ করতেন। এই নিয়ে রেলের অপর কর্মচারী মতিউর রহমানের সাথে তার বিবাদ ছিল। শুক্রবার দুপুরে নিহত জহিরুল ইসলাম জমিতে কাজ করার সময় লোকজন নিয়ে সেখানে হাজির হয় প্রতিপক্ষ মতিয়ার। পূর্ব ঘটনার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মতিউর রহমান ও তার ছেলেরা জহিরুলকে মারধর ও হাসুয়া দিয়ে পায়ে কোপ দিয়ে আহত করে পালিয়ে যায়। ঘটনার অনেক পরে নিহতের স্বজনরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোহিতায় জহিরুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় মাঠে থেকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়।

ওয়ার্ডের চিকিৎসকরা জানান, ওয়ার্ডে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর মহানগরীর চন্দ্রিমা থানার পুলিশ অভিযুক্ত মতিয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। আটক রেল কর্মচারী মতিয়ার রহমানের বাড়িও নগরীর হাজরাপুকুর এলাকায়।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :