নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২২, ১৫:৩৯

‘কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিক সচেতনা বৃদ্ধির লক্ষে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস। এই উপলক্ষে রবিবার সকালে চৌরঙ্গী মোড়ের জেলা ইপিআই ভবনের সামনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা জানায়, অতি উচ্চ ঝুঁকিপূর্ণ কুষ্ঠ প্রবণ এলাকা নীলফামারী। ১০ হাজারে একজনের কম কুষ্ঠ রোগীর প্রাদূর্ভাবের হার থাকার কথা থাকলেও এখানে বেড়েছে একজনেরও অনেক বেশি।

আলোচনা শেষে সিভিল সার্জন ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে রাস্তায় রাস্তায় ঘুড়ে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবূ হেনা মোস্তফা কামাল, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প পরিচালক মিস্টার সুরেন্দ্র নাথ সিং, প্রজেক্টর হেল্থ অফিসার মিস্টার মিজানুর রহমানসহ নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :