জোড়া ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৮৩ রান

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২২, ১৪:১২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের প্রথম ম্যাচে ফাফ-ডুপ্লেসিস এবং ক্যামেরুন ডেলপোর্টের অনবদ্য ফিফটির সুবাদের নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান সংগ্রহ করেছে কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স। ফলে জিততে হলে চট্টগ্রামকে করতে হবে ১৮৪ রান।

খেলায় টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার মাহমুদুল হাসান জয়। আউট হওয়ার আগে জয় করেন ১ রান।

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে লিটন দাসের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন ফাফ ডু প্লেসিস। তাতেই বাড়তে থাকে দলীয় স্কোর। ৪৭ রান করে লিটন আউট হওয়ার পর ১ রানে ফেরেন দলনেতা ইমরুল কায়েসও। এদিকে আপনতালে খেলতে থাকেন ডু-প্লেসিস। শেষ পর্যন্ত তাকে সঙ্গ দেন।  এ সময় দুজন মিলে তুলেন অপ্রতিরোধ্য ৯৭ রানের জুটি।

এই দুজন ব্যাটারই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। ডেলপোর্ট মাত্র ২৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এদিকে ৫৫ বল খেলে ৮৩ রানে অপরাজিত থাকেন ডু-প্লেসিস।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এমএম)