ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৭

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টায়  মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া বিশ্বাসবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই উপজেলার দপদপিয়া এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, মহাসড়ক পারাপারের সময় পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিলে আব্দুর রশিদ বিশ্বাস মাটিতে পড়ে যান। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, পুলিশ আহত অবস্থায় আব্দুর রশিদ বিশ্বাসকে শেবাচিম হাসপাতালে পাঠায়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

(ঢাকাটাইমস/রেজাউল করিম/জেএইচ/এলএ)