চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় বালিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ওয়াজেদ আলী নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রেলগেটের কাছে এ দুঘর্টনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী সদর উপজেলার নুরনগর গ্রামের মৃত কালু মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াজেদ আলী দুপুরে চুয়াডাঙ্গা থেকে বাইসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। শহরের রেলগেটের কাছে পৌঁছালে বালিবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ওয়াজেদ আলী ছিটকে রাস্তায় উপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সাদিয়া শারমিন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর ওয়াজেদ আলীকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চালক পলাতক থাকলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এসএ)