চুয়াডাঙ্গায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আশপাশের ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জরিমানা করা হয় ২৩ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।
অভিযান সূত্রে জানা গেছে,  মুজিব শতবর্ষ উপলক্ষে রেলওয়ের উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। তাই রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। গত ১ মাস থেকে অবৈধস্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছে। মাইকিংও করা হয়েছে। দখলকারীরা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় তা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান।

সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এলএ)