বেড়েই চলছে চালের দাম, বিপাকে ক্রেতারা

নাজমুল হাসান, নরসিংদী
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৫

আমনের ভরা মৌসুমেও নরসিংদীতে বাড়ছে চালের দাম। গত কয়েক দিনে মানভেদে বস্তা প্রতি (৫০ কেজি) চালের দাম বেড়েছে ২০০-৩০০ টাকা। পাইকারি বাজারে চালের দাম বাড়ায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে বেশি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ সব ধরনের ভোক্তারা। তারা চালের দাম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নরসিংদী বাজারের চাল ব্যবসায়ীদের অভিযোগ, বড় কোম্পানিগুলো অতিরিক্ত দামে চাতাল থেকে সরাসরি ধান ক্রয় করার কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধির পাওয়াকেও আরেকটি কারণ বলছেন তারা। সরেজমিনে দেখা গেছে, প্রতি কেজি চিকন নাজিরসাইল চাল এক সপ্তাহ পূর্বে যেখানে ৫৭-৫৮ টাকা বিক্রি হতো, বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে ৬২-৬৪ টাকায়। মিনিকেট পূর্বে বিক্রি হতো ৫৫ টাকা বর্তমানে ৬০ টাকা। ৫০ টাকা দরের কাজল লতা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। বি-আর ২৯ প্রতি বস্তায় দাম বেড়েছে ১০০ টাকা। মোটা ২৮ পূর্বে বিক্রি হতো ৪৫ টাকা কেজি। বর্তমানে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৫ টাকা বেড়ে প্রতি কেজি বিরই চাল ৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে। বিআর ৪৯ প্রতি বস্তা ২ হাজার ১৫০ থেকে ২ হাজার ২০০ টাকা, নাজির ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ১৫০ টাকা, স্বর্ণা ২ হাজার ১০০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকা, ২ হাজার ৬০ টাকার মোটা চাল ২ হাজার ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাশমতি চাল (বাংলামতি) বস্তাপ্রতি বেড়েছে ৪০০ টাকা। নরসিংদী বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী সুখরঞ্জন সাহা, রাধারমন সাহা, হাজী আব্দুস সাত্তার প্রমুখ জানান, বড় বড় চাল কোম্পানিগুলোর কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। অবিলম্বে চালের বাজার নিয়ন্ত্রণ করতে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

তারা আরো জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাল আমদানি করতে পরিবহন খরচ বেশি লাগছে। পূর্বে যেখানে ২০ হাজার টাকা পরিবহন খরচ দিতে হতো, সেখানে ৪০ হাজার টাকা দিতে হচ্ছে। নরসিংদী জেলা খাদ্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ খালেদ হোসেন জানান, বাজারে পর্যাপ্ত চাল রয়েছে। কাজেই দাম বাড়ার কোনো কারণ থাকতে পারে না। তিনি আরো জানান, চালের মূল্য বৃদ্ধির ব্যাপারে তাদের কোনো কিছুই করার নেই।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :