নানা রোগের আক্রমণে চরম ক্ষতির মুখে গোপালগঞ্জের পান চাষিরা

শেখ মোস্তফা জামান, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৫

গোপালগঞ্জে স্বল্প সংখ্যক চাষি পান চাষ করলেও সঠিক নির্দেশনা আর প্রয়োজনীয় পরামর্শ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পান চাষে। ছত্রাক, পাতা পচা, পাতা পাকা ও কুঁচকে যাওয়া এবং পাতায় ছিটা দাগে নষ্ট হচ্ছে অধিকাংশ চাষির বরজের পান। জনের টাকা তুলতে পারছেন না তারা। অভিযোগ কৃষি বিভাগ থেকে সঠিক পরামর্শ ও সহযোগিতা না পাওয়া।

পান একটি অর্থকরী ফসল। ক্ষুদ্র পরিসরে হলেও বাণিজ্যিকভাবে গোপালগঞ্জে পান চাষ হচ্ছে। গোপালগঞ্জ সদরসহ কাশিয়ানী ও মুকসুদপুরে বাংলা, মিঠা, দেশী, ঝালি প্রভৃতি জাতের পান বরজে চাষ করা হয়।

পুরনো বরজ দিয়েই কয়েক বছর পান চাষ করা যায়। তাই এই পেশা ধরে রেখেছেন অনেকেই। তারা গতবছরে করোনায় পানে দাম পাননি। এবার আশা করেছিলেন ক্ষতি পুশিয়ে লাভের মুখ দেখবেন। কিন্তু এ বছর নানা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে পান।

বরজের চারপাশে বেড়া দিয়ে ঢেকে রাখাসহ পানের বরজ রোগমুক্ত রাখতে এবং

সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের।

সঠিক পরামর্শ নিয়ে পান চাষ করলে দেশে পানের সরবরাহ যেমন বাড়বে, ভোক্তারাও উন্নতমানের পান পাবেন আর কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নও হবে। তাই কাঙ্খিত ফলন পেতে পান চাষে কৃষি বিভাগ তদারকি বাড়াবে, এমনটাই দাবি পান চাষিদের।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :