চাঁপাইনবাবগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জে পৃথক মোটরসাইকেল দু্‌র্ঘটনায় চার বছরের এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, রবিবার বিকালে রহনপুর-গোমস্তাপুর সড়কের কাঁঠাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোরটসাইকেল চালক গুরুতর আহত হয়। নিহত শিশুটি গোমস্তাপুর উপজেলার দোসিমানি কাঠাল গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহনিয়ামাতুল্লাহ (৪)। আহত ব্যক্তি নাচোল উপজেলার কসবা গ্রামের আরজু হকের ছেলে লতিফুর রহমান (৫৮)। 

আহত লতিফুর গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক হেলথ ইন্সপেক্টর।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক রহনপুর থেকে গোমস্তাপুরের দিকে যাওয়ার পথে কাঁঠাল নামক স্থানে শিশু রাস্তার এক পাশ থেকে অপর দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

রহনপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফজলে বারী জানান,  পুলিশকে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু শাহনিয়ামাতুল্লাহ ও গুরুতর আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক হেলথ ইন্সপেক্টর লতিফুর রহমানকে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। লতিফুর রহমান গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশুর পরিবারের আপত্তি  না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের চুনাখালি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তাজকেরা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মুসলিম উদ্দীনের স্ত্রী। ঘটনাস্থল থেকে তাজকেরা খাতুনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এআর)