বইমেলায় ওয়াসীম পলাশের গল্পের বই ‘নাজুক দরজায় মজবুত তালা’
প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩১ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮

কবি ও গল্পকার ওয়াসীম পলাশের নতুন গল্পের বই ‘নাজুক দরজায় মজবুত তালা’। প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। প্রকাশ করেছেন কাগজ প্রকাশন।
বইটিতে ঠাঁই পাওয়া গল্পগুলো বিভিন্ন সময় দেশের জাতীয় দৈনিক, সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। যেখানে মূর্ত হয়েছে সমাজ বাস্তবতা, প্রেম, দ্রোহের আখ্যান।
ওয়াসীম পলাশ পেশায় বিশ্ববিদ্যালয়েল শিক্ষক ও গবেষক। কিন্তু তাঁর লেখা ও ভাবনার পরতে পরতে মিশে আছে মানুষ, সমাজ, প্রকৃতি ও বিদ্যমান নানা সংকট।
তার প্রকাশিত কবিতার বই ‘কেমন আছ বাংলাদেশ’সাড়া ফেলেছি পাঠকমহলে। হাওলাদার প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।
ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এইচএফ