ফাইনালে কখনও হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) সফল দলগুলোর মধ্যে একটি হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত সাতটি আসরেরর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি। আর কুমিল্লার সমর্থকদের জন্য ভালো খবর হচ্ছে তাদের প্রিয় দলটি বিপিএলের ফাইনালে কখনও হারেনি।

বিপিএলে ২০১৫ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে সেবার বরিশাল বুলসের মুখামুখি করে ফ্রাঞ্চাইজিটি। ওই ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৫৬ রান করে বরিশাল। জবাবে খেলতে নেমে ৩ উইকেটের জয় নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।

এরপর দ্বিতীয়বারের মতো ফাইনালে ২০১৯ সালে। সেবার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল সেবারের শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৯৯ রান তুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রান তাড়া করতে নেমে ১৮৩ রানে থামে ঢাকা। ফলে ১৭ রানের জয় নিয়ে দ্বিতীয় শিরোপা নিশ্চিত হয় কুমিল্লা।

ইমরুল কায়েসের হাত ধরে এবার তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফ্রাঞ্চাইজিটি। তাই তৃতীয় শিরোপায় চোখ রেখেছে কুমিল্লা।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমএম)