মির্জাপুরে গবাদিপশুসহ প্রতিবন্ধীর বসতঘর পুড়ে ছাই

মির্জাপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৬
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অগ্নিকাণ্ডে আজাহার আলী নামে এক প্রতিবন্ধীর গবাদি পশুসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজাহার আলী শুকতার গ্রামের আবেদ আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় প্রতিবন্ধী আজাহার আলী স্ত্রী সন্তান নিয়ে পাশ্ববর্তী বারিন্দা গ্রামে তরফ আলী বয়াতির বাড়িতে গানের অনুষ্ঠানে যান। রাত ১২টার দিকে তার বসত ঘরের একপাশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন পাশ্ববর্তী বাড়ির এক বাসিন্দা। মুহূর্তে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বসতঘরে থাকা ধান-চাল, নগদ টাকা এবং একটি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সহায়তা করেন। এই অগ্নিকাণ্ডে বসতঘর, ধান-চাল, গরু ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে আজাহার আলী জানিয়েছেন।

আলহাজ শফি উদ্দিন মিয়া এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের সিনিয়র প্রভাষক শুকতা গ্রামের বাসিন্দা মো. মাসুদুর রহমান জানান, প্রতিবন্ধী আজাহার আলীর স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। তিনি মানুষের দ্বারে দ্বারে সহায়তা তুলে সংসার চালান। এখন পরিবার নিয়ে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন বলে জানান। আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, খবর পাওয়ার পর তিনি ব্যক্তিগতভাবে সহায়তার ব্যবস্থা করেছেন। এছাড়া স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, খোঁজ নিয়ে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা