গ্রিস থেকে ইতালিগামী ফেরিতে আগুন

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গ্রিস থেকে ইতালি যাওয়ার সময় আয়োনিয়ান সাগরে ফেরিতে আগুনের ঘটনায় ১২ জন নিখোঁজের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের আশায় শনিবার ভোর থেকেই করফু দ্বীপ এলাকায় টহল জাহাজ নিয়ে উদ্ধারকারীরা অভিযান পরিচালনা করছে। তবে, আগুন লাগার কারণ এখনোও জানা যায়নি। 

গতকাল শুক্রবার আয়োনিয়ান সাগরে ইতালির পতাকাবাহী ‘ইউরোফেরি অলিম্পিয়া’ নামের একটি ফেরিতে আগুন লাগে। ২৭৮ যাত্রীকে উদ্ধার করে করফু দ্বীপে নিয়ে যাওয়া গেলেও এখনোও ১২ জন নিখোঁজ রয়েছেন। 

যারা নিখোঁজ রয়েছেন, তাদের সবাই ট্রাকচালক। এর মধ্যে নয়জন বুলগেরিয়ার ও তিনজন গ্রিসের নাগরিক।

ফেরিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান গ্রিমালদি লাইনস কোম্পানি জানিয়েছে, ফেরিতে ২৩৯ যাত্রী ও ৫৩ জন ক্রু ছিলেন। সেখানে ১৫৩টি ট্রাক ও লরি এবং যাত্রীবাহী ৩২টি যান ছিল।

দেশটির কোস্টগার্ড বলেছে, উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুজন অনিবন্ধিত যাত্রী। দুজনই আফগান নাগরিক। 

বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফেরির যাত্রীদের মধ্যে ১২৭ জন নাগরিক রয়েছেন। এর মধ্যে ৩৭ জন ট্রাকচালক। 

তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের মধ্যে ২৪ জন তুর্কি নাগরিক। 

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/আরআর)