জামালপুরে টোল ঘরের দড়িতে অটোরিকশা আটকে শিশুর মৃত্যু

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের দেওয়ানগঞ্জে টোল ঘরের দড়িতে আটকে সিএনজি চালিত দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পাথরের চর ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম শাহিন মিয়া। সে বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় সোনাপাড় এলাকার আবু রায়হানের সন্তান।

এ বিষয়ে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জোয়াহের জানান, মঙ্গলবার সকালে আবু রায়হান তার পরিবারকে নিয়ে বকশিগঞ্জ থেকে সিএনজি দিয়ে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর ব্রিজের সামনে পৌঁছায় সিএনজিটি। এ সময় টোলের জন্য ব্রিজের সামনে থাকা একজন লোক দড়ি উঁচু করে সিএনজিটির গতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু গতি কিছুটা বেশি থাকায় দড়ির সঙ্গে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলেই শিশু শাহিন মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ ছাড়া সিএনজির যাত্রীরা সামান্য আহত হয়।

তিনি আরও জানান- শিশু শাহিন মিয়ার মরদেহ এখনো সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রেই রয়েছে। এ বিষয়ে মামলা বা ময়নাতদন্তের জন্য সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে।

(ঢাকাটাইমস,২২ফেব্রুয়ারি/এআর)