ফরিদপুরে হুমায়ুন কবিরের ১১৬তম জন্মবার্ষিকী পালন

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:০১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৭

ফরিদপুর প্রতিনিধি, প্রতিনিধি

ফরিদপুরের কৃতীসন্তান লেখক, রাজনীতিজ্ঞ, শিক্ষক ও দার্শনিক হুমায়ুন কবিরের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের আলীপুরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে  স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর বিপ্লব বালা, সাংবাদিক মাহফুজুল আলম মিলন, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম, প্রবাল কুমার মালো প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হুমায়ুন কবির শুধু বাংলাদেশেই নয় তিনি উপমহাদেশে তার কর্মের মাধ্যমে ইতিহাসে  একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

বক্তারা ‌ তার নামে ‌ একটা সড়ক কিংবা স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে হুমায়ূন কবির লিখিত দুটি কবিতা পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া আক্তার রাত্রি ও মাহবুবা আক্তার হাওয়া।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এআর)