ফিরে এলো ‘চাঁদনী’, সঙ্গী মিলন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩০ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৩

আশির দশকের শেষের দিকে ভারতে মুক্তি পেয়েছিল বলিউডের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবী অভিনতি ‘চাঁদনী’ ছবিটি। নব্বইয়ের দশকে একই নামে একটি সিনেমা হয়েছিল বাংলাদেশেও। সেখানে অভিনয় করেছিলেন তখনকার সুপারহিট জুটি নাঈম ও শাবনাজ। প্রায় দুই যুগ পর ফের নির্মিত হচ্ছে ‘চাঁদনী’।

এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় নায়িকা আচঁল আঁখি। তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। একবিংশ শতকের ‘চাঁদনী’ পরিচালনা করছেন রায়হান মুজিব। তার দাবি, আগের দুটি ছবির সঙ্গে নতুন ‘চাঁদনি’র গল্পে কোনো মিল নেই। শুধু নামটি ব্যবহার করা হয়েছে।

মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে নতুন ‘চাঁদনি’র দ্বিতীয় লটের কাজ। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে অংশ নিয়েছেন মিলন-আঁচল দুজনেই।

নতুন ছবি ও আঁচলের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘এ ছবির গল্পে নতুনত্ব আছে। আঁচলের সঙ্গে এর আগে ‘মাফিয়া’ ছবিতে কাজ করেছি। সে খুবই সিনসিয়ার। অভিনয়টাকে আরও ভালো করার তাড়না আছে তার মধ্যে।’

পরিচালকের সম্পর্কে অভিনেতা বলেন, ‘রায়হান মুজিব সিনিয়র একজন পরিচালক। বাংলাদেশের লিজেন্ডের মধ্যে একজন। উনার সঙ্গে কাজ করতে এসে আমার মনে হয়েছে, উনাদের মতো পরিচালকদের যদি পৃষ্ঠপোষকতা করা যায়, তাহলে বাংলা সিনেমা হয়তো আবার ঘুরে দাঁড়াবে।’

অন্যদিকে, ‘চাঁদনী’তে নিজের চরিত্র সম্পর্কে আঁচল বলেন, ‘এই ছবিতে নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি একটি নিষিদ্ধ পল্লীতে থাকি। সেখান থেকে হিরো আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তার সঙ্গে আমার আর দেখা হয় না। সাত-আট বছর পর আমাদের যখন দেখা হয়, তখন সে জানতে পারে আমি অনেক ধনী পরিবারের মেয়ে।’

এরপর কী হয়, সেই রহস্য উদঘাটনের কাহিনি নিয়েই নির্মাণ করা হচ্ছে ‘চাঁদনী’।’ ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে দেশের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। নির্মাতা সুত্রে খবর, ঢাকা, পূবাইল, নারায়ণগঞ্জসহ বেশ কয়েকটি লোকেশন ছবিটির শুটিং হবে।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :