শেরপুরের পর্যটনকেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশ ইউনিট স্থাপনের জায়গা পরিদর্শন
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৬

জেলা প্রশাসকের প্রস্তাবে শেরপুর জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিরাপত্তা ডিউটি পালনের জন্য জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ও রাংটিয়া এলাকায় টুরিস্ট পুলিশ ইউনিট স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. নাইমুল হাসান।
বুধবার দুপুরে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এ জায়গা পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান ও ময়মনসিংহ রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ ইউনিটের পুলিশ সদস্যরা ও ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সাংবাদিকরা।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)