রুশ অভিযানের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনের উপর রুশ হামলার প্রতিবাদে বিশে^র বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। অবিলম্বে রুশ আগ্রাসন প্রত্যাহারের আবেদন জানিয়েছে বিক্ষোভকারীরা। 

আল জাজিরা জানায়, রুশ আগ্রাসনের প্রতিবাদে লন্ডন, টোকিও, প্যারিসসহ বিশে^র বিভিন্ন দেশে হাজারো শান্তিকামী মানুষ রাস্তায় নেমে আসে। অনেক দেশে রাশিয়ার দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। এদের মধ্যে ইউক্রেনের নাগরিকের সংখ্যাই বেশি।   

বিক্ষোভকারীরা ইউক্রেনের হলুদ-নীল রংয়ের পতাকাসহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছে। ‘যুদ্ধ বন্ধ কর’, ‘এখনই পুতিনকে থামানোর সময়’, ‘ইউক্রেন হারবে না’, প্রভৃতি বিভিন্ন স্লোগান প্ল্যাকার্ডে  লেখা রয়েছে।   

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ হামলায় তার দেশের ১৩৭ জন সেনা নিহত এবং ৩১৬ জন সেনা আহত হওয়ার তথ্য দিয়েছেন।

ফেসবুক অ্যাকাউন্ট পোস্টে ইউক্রেন প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করে বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। তারা অনেক আশা দিয়েছে। কিন্তু কেউ যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয়। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটোও ভয় পায়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/আরআর)