সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান প্রদশর্নের কথা বলার যোগ্যতা নেই যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির জন্যে যুক্তরাষ্ট্রকে দোষী বলছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছে, সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো এবং ভৌগলিক অখন্ডতা রক্ষার কথা বলা যুক্তরাষ্ট্রের মুখে মানায় না, তাদের সে যোগ্যতা নেই। ইউক্রেনে চালানো সামরিক অভিযান থেকে রাশিয়াকে পিছু হটার কথা বলার ব্যাপারে চীনের ভূমিকা আছে। যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য শোনার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা বলেন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, রাশিয়ার ওপর চীনের বিশেষ প্রভাব রয়েছে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের উচিত তার প্রভাব কাজে লাগানো। পাশাপাশি নেড প্রাইস চীন ও রাশিয়া দুই দেশকেই অভিযুক্ত করেন এবং বলেন তারা একসঙ্গে মিলে গভীরভাবে নির্মম বিশ্ব গড়তে চায়।

এরই জবাব দিতে হুয়া চুনইং বলেন, কীভাবে অন্য দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান করতে হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণী দেয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে চীনের জনগণের যথেষ্ট বাস্তব বোধবুদ্ধি আছে।

 

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসএটি)