চাঁদপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০২২, ২১:০৯ | প্রকাশিত : ০২ মার্চ ২০২২, ২১:০৮

সারা দেশের মতো চাঁদপুরেও তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার শেষ বিকালে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিনি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে ৩ রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে চাঁদপুর শহরের কয়েক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ ও পথচারীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বাংলার মানুষ কারো কাছে মাথা নত করেনি। আমরাও করবো না। যুব সমাজ ও নতুন প্রজন্ম তোমরা মনে শক্তি ও সাহস আনো।

তিনি আরও বলেন, প্রশাসনের কিছু রুই-কাতলা ধরা পড়ছে। তারা নাকি বিদেশ যেতে পারবে না। চাঁদপুরে প্রশাসনের যারা আমাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছেন, নির্যাতন করেছেন। তাদের তালিকা আমাদের কাছে রয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনিত আগামীর সাংসদ সদস্য প্রার্থী এম এ হান্নান।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান ও মুনির চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি আবু তাহের পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুস, সাধারণ সম্পাদক আমানত গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান।

বক্তারা বলেন, এই মুহূর্তে দরকার নিরপেক্ষ সরকার। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বাড়ছেই। সরকারের কোনো মাথা ব্যথা নেই। মেঘা প্রজেক্টের মাধ্যমে তারা মেঘা মেঘা দুর্নীতি করে। এই পেটুয়া সরকার প্রধান যদি নিজের টাকায় বাজার করতেন, তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কী হাল। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট। আমরা জনগণকে সাথে নিয়ে এই জুলুমবাজ সরকারের পতন নিশ্চিত করতে সকলে ঐক্যকদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে থাকবো।

(ঢাকাটাইমস/২মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :