মাগুরায় পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল, আটক ৭

প্রকাশ | ০২ মার্চ ২০২২, ২৩:০০

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

নিত্য পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা বিএনপি দুপুর ১টার দিকে শহরের জজকোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শহরের ইসলামপুরপাড়াস্থ বিএনপির কার্যালয় চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তারা নিত্য পণ্যের দাম কমানো না হলে সরকার পতনের আন্দোলন জোরদার করা হবে হুঁশিয়ারি দেয়। 

এ সময় পুলিশ মিছিল থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান খান, সাখাওয়াত হোসেন, যুবদল নেতা সবীর হোসেন, সাকের হোসেন, স্বেচ্ছাসেবক কামরুজ্জামান সুমন, আবু বক্কার ও ছাত্রদল কর্মী কিবরিয়াকে আটক করে। এসময় পুলিশের লাঠিচার্জে প্রায় ১০ নেতাকর্মী আহত হয়। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, পুলিশি বাধা ভেঙে মিছিল করায় বিএনপির ৬/৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলা বিএনপি শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা এবং আটকের নিন্দা, প্রতিবাদ এবং নিঃর্শত মুক্তির দাবি জানায়।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/এলএ)