দেয়াঙ পাবলিশার্সের নতুন দুই বই

প্রকাশ | ০৩ মার্চ ২০২২, ১৫:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শব্দের স্পন্দিত সৌন্দর্যে নিজের খেয়ালকে এতো মহিমায় উদ্বেলিত করার চমকহাসি পেয়েছি শোয়েরা সারওয়ারের কবিতায়। জীবনকে এতো বুকে নিয়ে আদরে বুঝিয়ে দেন দার্শনিক কথাবার্তা। ব্যাখ্যায় ভিন্নচোখে তাকানোই ভাবে-ছন্দে বুঝিয়ে দেয় আশেক-মাশুকের টানের উপলব্ধি। এই কবির কবিতাকে আড়াল করা যাবে না সহজে। 'অন্ধকার উঠোনে অপরূপ শ্রী' কবিতার বইটি কড়া নাড়াবে কবিতার সৌন্দর্যের আমোদে পিপাসিত রসিকজনের। যে রস শিরায় শিরায় বহমান....

অন্ধকার উঠোনে অপরূপ শ্রী

শোয়েরা সারওয়ার

দেয়াঙ পাবলিশার্স

ধরন: কবিতা

মূল্য: ২০০ টাকা

মহতী গল্পকার সপ্তদ্বীপা অধিকারী।  পাঠক যেদিকে তাকাবে আলোর এক ধারা এগিয়ে নেবে, পথের উছিলা খোলাসা করাতে করাতে পৌঁছিয়ে দেবে সৌন্দর্যের এক ঘাটে; যেখানে ভাষার আন্তরিকতা সুনির্মিত আলাপন আর হঠাৎ হঠাৎ-ই  সত্যে দাঁড় করিয়ে দেবে আশ্চর্য খেয়ালে। 'হাঁসের মাংস' নাম শুনে পাঠক আসবে জিভে জল খসিয়ে অথচ সত্যের অমন জাপটে ধরা পাঠকের অনেকদিন মনে থাকবে বিশ্বাস করি....

 

এক আশ্চর্য সত্যি 'হাঁসের মাংস'

হাঁসের মাংস

সপ্তদ্বীপা অধিকারী

দেয়াঙ পাবলিশার্স

ধরন: গল্প

মূল্য: ১৮০ টাকা

লেখা: মাহমুদ নোমান, কবি সম্পাদক ও প্রকাশক