‘বিদেশিদের ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:২৮ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২২, ১৭:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন হয়ে এখন বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে। জনগণ তাদের থেকে দূরে সরে গেছে। তাদের দলে কোনো নেতৃত্ব নেই। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন দণ্ডিত আসামি তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালি সন্ত্রাসীদের নিয়ে কমিটি দেয়। তিনি নিজে একজন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী। তাদের দলের চেয়ারপারসন একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তারা এখন বিদেশি প্রভুর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।

শনিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পিরোজপুর জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাছিম এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী নির্বাচনে বিএনপির নেতা কে হবেন, নির্বাচিত হলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন এবং দেশ কে চালাবে তা নিয়ে তাদের কোনো চিন্তা বা দিকনির্দেশনা নেই। আগামী নির্বাচনে তারা মনোনয়ন বাণিজ্য করবে না, একথা তারাও বলতে পারছে না। বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দেবে না। তাদের কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ তাদের উপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা প্রতিবার ভোটে অংশগ্রহণ করে পরে যখন বুঝতে পারে হেরে যাবে তখন সরে দাঁড়ায়।

নাছিম বলেন, বিএনপি নির্বাচন কমিশন মানে না। তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চায়। তারা নির্বাচনকালীন অনির্বাচিত সরকার চায়। বাংলাদেশে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। আর উনাদের আস্থা অনির্বাচিত সরকারে। তাদের মাথাব্যথা যেন-তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য।

নেতাকর্মীদের উদ্দেশে নাছিম বলেন, আমরা যদি নীতি আদর্শ ঠিক রাখতে রাখি তাহলে তাদের সব ষড়যন্ত্র আমরা রুখতে পারব। সেটা যেকোনো ষড়যন্ত্রই হোক।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম এ আউয়ালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হাকিম হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

বর্ধিত সভায় আরও অতিথি ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম রব্বানী চিনুসহ পিরোজপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :