মাগুরায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:৫৫ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২২, ১৭:৪৪

মাগুরায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় পাঁচটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উরুড়া গ্রামের লিয়াকত মোল্যা জানান, বর্তমান মেম্বার মনিরুল লোকজন নিয়ে সাবেক মেম্বার লিয়াকত মোল্যার লোকজনের উপর অতর্কিত হামলা করে। হামলার সময় মনিরুল পুলিশ আনে। পুলিশ মনিরুল মেম্বারের লোকজনদেরকে কিছু না বলে, লিয়াকত মোল্যার লোকজনের উপর ডাইরেক্ট ফায়ার করে।

মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান জানান, সকালে ১০-১২ জন গায়ে রাবার বুলেট বিদ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়। প্রত্যেকের অবস্থা মোটামুটি ভাল। কোন গুরুতর রোগী নাই।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, নির্বাচিত মেম্বর মনিরুল ইসলাম ও সাবেক মেম্বর লিয়াকত মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুদিন আগে স্থানীয়ভাবে ওয়াজ মহফিল আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে সকাল ১০টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও সট গানের গুলি করে।

(ঢাকাটাইমস/৫মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :