‘লীনাকে গুলি করে মারা উচিত’, এত ক্ষোভ কেন অভিনেতা বিপ্লবের?

প্রকাশ | ০৬ মার্চ ২০২২, ১১:২৮ | আপডেট: ০৬ মার্চ ২০২২, ১২:০৬

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি কলকাতার এক সংবাদমাধ্যমে কাহিনিকার ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন খল অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। তার অভিযোগ, লীনা নিজে নারী। সেই সঙ্গে তিনি মহিলা কমিশনের চেয়ারম্যান। অথচ তার সমস্ত ধারাবাহিকে নারীদের যথেষ্ট অবমাননা করা হচ্ছে, তারা অসম্মানিত হচ্ছেন।

এই প্রেক্ষিতেই সংবাদমাধ্যমে বিপ্লবের বক্তব্য, এই ভূমিকার জন্য লীনাকে গুলি করে মারা উচিত! তার এই বক্তব্যের ঝলক ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা ভরত কল। সেটি তিনি ট্যাগ করেছেন সহ-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। ভরত কল প্রতিবাদও জানিয়েছেন বিপ্লবের ওই বক্তব্য নিয়ে।

কিন্তু কী কারণে এতটা উত্তেজিত বাংলা ছবির দাপুটে খলনায়ক? বিপ্লবের যুক্তি, ‘শুধু লীনা নন, সমস্ত ধারাবাহিকের বিরুদ্ধে, চ্যানেলের বিরুদ্ধে আমার অভিযোগ। লীনার প্রতি বাড়তি অভিযোগ, উনি নিজে নারী বলে। মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিজের চোখে নারীদের দুর্ভোগ দেখতে পাচ্ছেন। অথচ সেই নারীদেরই বাজে ভাবে পর্দায় তুলে ধরছেন!’

অভিনেতার দাবি, ‘ধারাবাহিকগুলোর গল্পে কোনো ভিন্নতা নেই। ঘুরেফিরে সবগুলোর গল্পই এক। শাশুড়ি-বউমার কূটক্যাচাল। অথবা বউ থাকা সত্ত্বেও স্বামী দিব্যি তার প্রেমিকাকে বাড়িতে এনে তুলছেন। পরিবারের সবাই সেটা মেনেও নিচ্ছেন। এক স্বামীর দুই-তিনটা বিয়ে তো জলভাত! পাশাপাশি, ধারাবাহিকগুলো থামতেও জানে না! বছরের পর বছর চলতেই থাকে।’

বিপ্লবের প্রশ্ন, ‘নিজের মা-মাসিকে খারাপ দেখানো হলে কেউ মেনে নেবেন? সেটা কেউ নিতে পারবেন না। তাহলে পর্দায় তাদের এভাবে দেখানো হচ্ছে কেন? এরা সংসারের স্তম্ভ। এরা কখনোই খারাপ হতে পারেন না।’

বর্ষীয়ান এই অভিনেতার গোটা বক্তব্যেই আপত্তি আরেক অভিনেতা ভরত কলের। তিনি অত্যন্ত ক্ষুব্ধ এই আচরণে। তার কথায়, ‘বিপ্লববাবুর ভালো না-ই লাগতে পারে ধারাবাহিক। নিন্দাও করতে পারেন। তাই বলে উনি কি বলতে পারেন, গুলি করে মারা উচিত লীনাকে? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ভরত কলের দাবি, লীনা তার বড় দিদির মতো। তার পরিবারের পাশে নানা সময়ে দাঁড়িয়ে পরিবারেরই একজন হয়ে উঠেছেন। সেই লীনার গায়ে কোনো আঁচড় লাগলে সেটা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন ভরত। তাই নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছেন নেটমাধ্যমে।

কিন্তু যাকে ঘিরে এত কাণ্ড, কী বলছেন সেই লীনা গঙ্গোপাধ্যায়? জনপ্রিয় ধারাবাহিক লেখিকা তথা মহিলা কমিশনের চেয়ারম্যানের দাবি, এ নিয়ে তার কোনো বক্তব্যই নেই। তবে বিষয়টি টেলিপাড়ার অনেকেই ফোন করে তাকে জানিয়েছেন। অনুরোধ করেছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

ঢাকাটাইমস/৬ মার্চ/এএইচ