জায়েদ খানকে বয়কটের ব্যাপারে ভিন্ন পথে প্রদর্শক সমিতি

প্রকাশ | ০৬ মার্চ ২০২২, ১২:৪৫

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

শনিবার এফডিসিতে অবস্থিত পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠক ডেকে চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট ঘোষণা করে চলচ্চিত্রের ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ভোটের দিন ১৮ সংগঠনের নেতাদের এফডিসিতে ঢুকতে না দেওয়ায় জায়েদ খানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল। তিনি বলেন, ‘১৮ সংগঠনে প্রদর্শক সমিতির থাকার ব্যাপারে চলচ্চিত্র পরিবারের আহ্বানকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে জায়েদ খানকে বয়কটের বিষয়ে আমরা একমত নই। তার কোনো সিনেমা হল মালিকরা দেখাবে না- এমন কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’

উজ্জল আরও বলেন, ‘জায়েদ খানের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। তাকে আমরা কেন বয়কট করব? অন্যদের যদি থাকে, সেটি তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতি একমত পোষণ করেনি। তাছাড়া আমরা এমন কোনো কথাও বলিনি যে, জায়েদ খানের কোনো সিনেমা চালাবো না।’

চলচ্চিত্র পরিবারে থাকার ব্যাপারে উজ্জল বলেন, ‘এ সপ্তাহে আমরা ফোরামের সবাই মিটিং করে সিদ্ধান্ত নেব যে, চলচ্চিত্র পরিবারে আনুষ্ঠানিকভাবে থাকব কিনা। এখানে একা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এতটুকু পরিস্কার করতে চাই, জায়েদ খানকে বয়কটের বিষয়ে প্রদর্শক সমিতি একমত পোষণ করেনি।’

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মোট ১৮টি সংগঠন নিয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। ২০১৭ সালে চিত্রনায়ক ফারুককে আহ্বায়ক করে এ পরিবার যাত্রা শুরু করে। বর্তমানে সেটির আহ্বায়ক পরিচালক সোহানুর রহমান সোহান।

ঢাকাটাইমস/৬ মার্চ/এএইচ