জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২২, ২১:৩৯

জামালপুররে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন ।

রবিবার সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। এসময় বাদশা মিয়া নামে একজন গুরুতর আহত হয়।

মেহেদী হাসান (১৭) ঝাড়কাটা এলাকার তোতা চৌধুরীর ছেলে ও ঝাড়কাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, সকালে মেহেদী হাসান মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে ঝাড়কাটা বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় তার মোটরসাইকেলের সামনে বাদশা মিয়া নামে একজন বৃদ্ধ চলে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাদশা মিয়া ও পরে একটি ব্রিজের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মেহেদী হাসানের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত বাদশা মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপর দিকে রবিবার সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার এলাকায় বাসের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত কৃষক আব্দুল কুদ্দুস বাশচড়া ইউনিয়নের ফরিদপুর ঘুইলেবাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের সন্তান।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী একটি রাজিব বাস গোপালপুর বাজারের দিকে আসছিল। এমন সময় আব্দুল কুদ্দুস সাইকেল চালিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। গোপালপুর বাজারের সামনে বাসটি আব্দুল কুদ্দুসকে চাপা দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :