আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় শীর্ষস্থানে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫:০৯ | প্রকাশিত : ০৮ মার্চ ২০২২, ১৪:৪৬

ইউক্রেনে সামরিক অভিযানের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দিক থেকে ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে গেছে রাশিয়া। বিশ্বে সর্বোচ্চ নিষেধাজ্ঞার তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।

বিবিসি জানায়, নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট কাস্টেলাম ডট এআইর নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পাল্টা প্রতিক্রিয়ায় সামরিক সহায়তার পরিবর্তে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো।

রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর ২১ শতাংশই দিয়েছে যুক্তরাষ্ট্র। আর ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

কাস্টেলামের তথ্য অনুযায়ী, এ বছরের ২২ ফেব্রুয়ারির আগেই রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি ছিল। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে আরও ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে রাশিয়ার মধ্যে আরোপিত মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৫৩২।

এর মধ্য দিয়ে সর্বোচ্চ নিষেধাজ্ঞার তালিকায় শীর্ষস্থানে থাকা ইরানকে ছাড়িয়ে গেছে মস্কো। ইরানের বিরুদ্ধে আরোপ থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬।

নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করলেও ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ ছাড়া নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অর্থনীতিতে বড় পরিবর্তন ঘটবে না বলে মত বিশ্লেষকদের। কারণ চীন ও ভারত রাশিয়ার বন্ধু। উভয় দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে।

আর রাশিয়ার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তেল ও গ্যাস। যার ওপর ইউরোপ অনেকাংশে নির্ভরশীল।

(ঢাকাটাইমস/৮মার্চ/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :