রুশ হামলায় ইউক্রেনের সুমি শহরে শিশুসহ নিহত ১০

প্রকাশ | ০৮ মার্চ ২০২২, ১৫:২২ | আপডেট: ০৮ মার্চ ২০২২, ১৫:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ইউক্রেনের সুমি শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

গত সোমবার এক ভিডিও পোস্টে ঝিভিৎস্কি বলেন, স্থানীয় সময় রাত ১১টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় ১০ জনের বেশি নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ঝিভিৎস্কি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে নিহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে। 

ভিডিও শেয়ার করা ফেসবুক পোস্টে ঝিভিৎস্কি লেখেন,‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনোই ক্ষমা করব না।’

বিবিসি বলছে, তারা স্বতন্ত্রভাবে ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে ৭ মার্চ পর্যন্ত ৪০৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। সংস্থাটির ভাষ্যমতে, এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সামরিক হামলায় ১৭ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে গেছে।

সংস্থাটি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এ শরণার্থী সংকট মারাত্মক আকার ধারণ করতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৮মার্চ/আরআর)