স্বামীকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, অতঃপর...

প্রকাশ | ০৮ মার্চ ২০২২, ২১:১৬ | আপডেট: ০৮ মার্চ ২০২২, ২১:২০

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

বন্ধ ঘর থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত মরদেহ। মৃতের স্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে এটিকে ‘আত্মহত্যা’ বলেই অনুমান করে পুলিশ। নিয়মমাফিক মরদেহটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট হাতে আসতেই চক্ষুচড়ক গাছ পুলিশ কর্মকর্তাদের। ওই যুবকের মৃত্যুর পেছনে যে অন্য কারণ আছে, তা বুঝতে আর সময় লাগেনি তাদের।  

সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া রোডে। সেখানকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় উৎসব মণ্ডল নামে ২৯ বছর বয়সী ওই যুবকের মরদেহ। তার কিছু সময় আগে ‘স্বামী আত্মহত্যা করেছে’ বলে হঠাৎ চিৎকার করে ওঠে মৃত যুবকের স্ত্রী রিঙ্কি পাল।

ওই নারীর চিৎকার শুনে ছুটে যায় প্রতিবেশীরা। এরপর ভেতর থেকে বন্ধ ঘরের দরজা ভাঙেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ। ওই সময় বন্ধ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিলেন উৎসব মণ্ডল এবং ঘরের মধ্যে বসে ছিলেন তার স্ত্রী রিঙ্কি পাল।

এরপর মৃত উৎসব মণ্ডলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট হাতে আসতেই প্রকাশ্যে আসে মৃত্যুর পেছনের আসল রহস্য।

পুলিশ জানতে পারে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে উৎসব মণ্ডলকে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মৃতের স্ত্রী রিঙ্কি পালকে। অভিযোগ, শ্বাসরোধ করে স্বামী উৎসব মণ্ডলকে খুন করেছে রিঙ্কি। ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।

ঢাকাটাইমস/৮ মার্চ/এএইচ