টিউবওয়েলে পানি পান করতে গিয়ে আছড়ে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২২, ১৫:৫৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় টিউবওয়েলে পানি পান করার সময় পা পিছলে আছড়ে পড়ে মরিয়ম খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে মরিয়মকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়ম দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের বর্গাচাষি হারুন অর রশিদের মেয়ে। সে মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মরিয়মের বাবা হারুন অর রশিদ বলেন, তিন মেয়ের মধ্যে মরিয়ম ছিল ছোট। তার হার্টের সমস্যা ছিল। দুপুরে বাড়ির ভেতরে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে সেখানে আছড়ে পড়ে মরিয়ম। পরে প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার বলে আমার মেয়ে আর বেঁচে নেই। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। তার নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :