আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশ | ১১ মার্চ ২০২২, ১৩:৪৫ | আপডেট: ১১ মার্চ ২০২২, ১৪:০০

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে এক পরিবারের দুই শিশু মারা গেছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াসিন (৭) ও মুরসালিন (৮)। 

পুলিশ জানিয়েছে, দুই শিশু জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার বিকালে স্থানীয় চকবাজারের ‘মা ফার্মেসি’ থেকে নাপা সিরাপ কিনে এনে খাওয়ানো। এর কিছুক্ষণ পর শিশুদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে তাদের অবস্থার আরও অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 

চিকিৎসা শেষে রাত ১১টায় বাড়ি নিয়ে আসার পথে শিশু মুরসালিন মারা যায়। অপর শিশু ইয়াসিন বাড়িতে আসার পর রাত সাড়ে ১১টায় মারা যায়।

খবর পেয়ে দুই শিশুর লাশ থানায় নিয়ে আসে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শুক্রবার লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে ঘটনার পর থেকে ‘মা ফার্মেসি’ বন্ধ রয়েছে। এর মালিক মাইনুদ্দিন পলাতক রয়েছেন। তার ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ আজাদ রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মেয়াদোত্তীর্ণ নাপা সিরাপের বোতল জব্ধ করেছি। তবে নাপা সিরাপটি মেয়াদোত্তীর্ণ কিনা তা যাচাই করা হবে। মেয়াদোত্তীর্ণ হলে ফার্মেসির মালিকের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।’ 

এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১১মার্চ/এফএ)