প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাসে ওঠা হলো না বীর মুক্তিযোদ্ধা রোস্তমের

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২২, ১৭:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বীর নিবাসে থাকা হলো না বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীর। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর এলাকার চরবামনহাটা গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাতিতে টিনের ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার জুমার নামাজ শেষে চরবামনহাটা মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যরা নিহতের কফিনে শ্রদ্ধা জানান।

এদিকে পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীকে ২০২১ সালের আগস্ট মাসে উপহার দেয়া বীর নিবাসটি উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান বীর নিবাস কাজের উদ্বোধন করেন।

তারপর থেকে নির্মাণ কাজ কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ ৭ মাসেও রোস্তম আলীকে দেওয়া প্রধান উপহার সেই বীর নিবাসটির কাজ শেষ করতে পারেনি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :