মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২২, ১৯:৪২

মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণার তিন মাস পর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির কমিটির সভাপতি সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর স্ত্রী ফাতেমা আজাদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়নি। ১১ জন যুগ্ম আহ্বায়ক এবং ৪৯ জন সদস্য রাখা হয়েছে।

এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফকে এক নম্বর যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

অপরদিকে মির্জাপুর কলেজের সাবেক জিএস ও ভিপি পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি হযরত আলী মিঞাকে আহ্বায়ক ও মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস সাবেক ছাত্রনেতা এসএম মহসিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সাতজন যুগ্ম আহ্বায়ক এবং ৩৫ জন সদস্য করা হয়েছে।

এদিকে কোন রাজনৈতিক দলে মির্জাপুর উপজেলায় এই প্রথম কোন নারী শীর্ষ পদের দায়িত্ব পেলেন।

মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সাংসদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

(ঢাকাটাইমস/১১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :