‘সারাদেশে সরকারের উন্নয়ন এখন দৃশ্যমান’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২২, ২১:৩৯

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে- তা দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা গ্রাম হবে শহর। গ্রামকে শহর করতে হলে গ্রামের রাস্তাঘাটসহ সবকিছুর উন্নয়ন করতে হবে। এরই ধারাবাহিকতায় সরকার সারাদেশে রাস্তাঘাট, স্কুল কলেজের নতুন ভবন নির্মাণ, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছে।’

শনিবার বিকালে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের কাকনা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।

দুর্জয় বলেন, এই দৌলতপুরে বিগত দিনে বিএনপি-জামায়াত শাসনামলে কোন উন্নয়নমূলক কাজই হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই দৌলতপুরে উন্নয়নমূলক কাজ শুরু হয়। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে দৌলতপুরের আলোকদিয়া ও বাঘুটিয়া চরে যমুনা নদীর নিচ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। তাই এমন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও সবাইকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকী, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন, কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, জেলা যুবলীগ নেতা আবুল বাশারসহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ঘিওর উপজেলার তেরশ্রী বাজার শ্রী শ্রী দুর্গা মন্দিরের পুনঃসংস্কার ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপরে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বহড়া কমিউনিটি ক্লিনিক ও ধামশ্বর ইউনিয়নের বাপিতারা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।

(ঢাকাটাইমস/১২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :