ময়মনসিংহে জাতীয় কৃষক পার্টির সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ | ১২ মার্চ ২০২২, ২২:২৫

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস

ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির সম্মেলন শনিবার মহানগরের সুন্দর মহলস্থ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিকাল ৪টায় জেলা কৃষক পার্টির সভাপতি এস ডি রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও ময়মনসিংহ মহানগর শাখা জাপার সভাপতি জাহাঙ্গীর আলম।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বলেন, আগামীতে জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ৩০০ আসনে মনোনয়ন দেবে। আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালের বাইরে। ৬৮ হাজার গ্রামের সাধারণ মানুষ আজ অসহায়। পল্লীবন্ধু প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ গ্রামের মানুষের কথা চিন্তা করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে।

প্রধান বক্তা ছিলেন সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত চাকলাদার।

 বিশেষ অতিথি ছিলেন আবু সাদেক সরদার বাদল, কাজী জামাল,  জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ  হুমায়ুন কবির শাওন, এমদাদুল হক, আবু মুসা সরকার, শরিফুল আলম তপন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইদ্রিস  আলী, সাজ্জাদ হোসেন, শরীফুল ইসলাস খোকন, জয়নাল আবেদীন সিদ্দিকী।

বক্তব্য দেন- আবুল কাশেম, কাজী জালাল উদ্দীন, মহি উদ্দিন, চামেলী বেগম প্রমুখ।

সম্মেলনে এসডি রুবেল সভাপতি ও নাজিম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২মার্চ/এলএ)