‘বঙ্গবন্ধু মেলায়' ১২০ বীর মুক্তিযোদ্ধা পেলেন মুজিব কোট সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২২, ২২:৫৬

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে মুজিব কোট পরিয়ে সম্মাননা দিয়েছেন

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় ইকবাল হোসেন অপু বলেন, এবারই প্রথম এই বঙ্গবন্ধু মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার আয়োজন করার উদ্দেশ্য নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন জানান দেয়া। আমরা পালং-জাজিরায় অনেক রাস্তাঘাট বীর মুক্তিযোদ্ধাদের নামে করেছি। পাশাপাশি ছোট-বড় কিছু ব্রিজের নামও বীর মুক্তিযোদ্ধাদের নামে রাখা হয়েছে। এমনকি সামনে যতোগুলো নতুন রাস্তা-ব্রিজ হবে সবগুলোই বীর মুক্তিযোদ্ধাদের নামে রাখা হবে। আমরা অভাবগ্রস্ত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর করে দিচ্ছি। অনেকেই পেয়েছেন এবং অনেকেই পাওয়ার পথে। এছাড়া যেসকল বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন, তাদের প্রত্যেকের কবর বাঁধাই ও সৌন্দর্যবর্ধন কাজ করে দিচ্ছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জাজিরা পৌরসভা মেয়র ইদ্রিস মাদবর প্রমুখ।

বঙ্গবন্ধু মেলা ৯ মার্চ থেকে শুরু হয়েছে, চলবে ৩০ মার্চ পর্যন্ত।

(ঢাকাটাইমস/১২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

এই বিভাগের সব খবর

শিরোনাম :