করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ১২ লাখ, মৃত্যু সাড়ে ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১:২৫ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১০:১২

করোনা মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১২ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। এই সময়ে মারা গেছে চার হাজার ৫০৯ জন।

রোববার (১৩ মার্চ) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে প্রায় সাড়ে চার লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৪৮৪ জন।

আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দেড় হাজার। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৬২ হাজার ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে তিন লাখ ৮৩ হাজার ৬৫১ জন এবং মারা গেছে ২৬৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত ৬২ লাখ ৬ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ১৪৪ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে ৬৩০ জন এবং শনাক্ত হয়েছে ৪৮ হাজার ১৫৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭২ লাখ ৯০ হাজার ১৯৭ জন। মোট মৃত্যু তিন লাখ ৬০ হাজার ২১৫ জন।

শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১৪ জন, শনাক্ত হয়েছে এক হাজার ৫২৩ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৩৯৮ জন, আর মারা গেছে পাঁচ লাখ ১৫ হাজার ৮৪৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :