ময়মনসিংহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬:৪৭ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১৬:১৯

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের হরিকিশোর রায় রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আ. সবুর (কামরুল)। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি রিয়াজুল কবির মামুন, হুমায়ুন কবির খোকন, ফরহাদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর শাহ, রাসেল মিয়া প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনারা বলেছিলেন ক্ষমতায় গেলে দশ টাকা কেজি চাল খাওয়াবেন। চাল আজ ৬০ টাকা কেজি। ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছিলেন কিন্ত ঘরে ঘরে মামলা দিয়েছেন। তিনি বলেন, চাকরির ভাইভা বোর্ডে প্রার্থীর রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করা হয়। ভিন্নমতের হলেই পরীক্ষায় প্রথম হলেও তার চাকরি হয় না।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :