ভারতে করোনায় আক্রান্ত এক বাংলাদেশি ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:৪৮ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১৭:১০

বয়সভিত্তিক সাফ ফুটবল টুর্নামেন্ট খেলতে এখন ভারতে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিনিধিত্বকারী দল। ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন বাংলাদেশি ফুটবলার। তবে করোনা পজেটিভ আসার ওই ফুটবলারের নাম জানা যায়নি।

এক ফুটবলারের পাশাপাশি দুই কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পজেটিভ আসা সকল ফুটবলার এবং কর্মকর্তাদের আইসোলেশনে রাখা হয়েছে। আবার যারা আক্রান্ত হননি তাদেরকে রাখা হয়েছে আলাদাভাবে।

বাংলাদেশ দল আয়োজক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে রবিবার বিকেলে পুনরায় টেস্ট করার অনুরোধ করে। ভারত ফুটবল ফেডারেশন সোমবার সকালে পরীক্ষা করানোর ব্যবস্থা করছে। ফলে সেখানে নেগেটিভ রিপোর্ট পেলেও মাঠে নেমে অনুশীলনের সম্ভাবনা তেমন নেই।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়ন্সশিপের এবারের আসরে অংশ নেবে মাত্র তিনটি দল। বাংলাদেশের সঙ্গে খেলবে স্বাগতিক ভারত এবং নেপালের মেয়েরা। তিনটি দল হওয়ার কারণে এবারের আসরটি লিগ সিস্টেমে অনুষ্ঠিত হবে। প্রত্যেক দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল চ্যাম্পিয়ন হিসেবে গণ্য হবে।

আসন্ন এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ মার্চ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মোকাবিলা করবে নেপাল। এদিকে ১৭ মার্চে নিজেদের প্রথম ম্যাচের নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ১৯ মার্চে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। এরপর দ্বিতীয় লেগে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে ছোটনের দল।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :