ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:০০ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১৭:৫৮

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের দু’পাশে ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় যত্রতত্রভাবে গড়ে ওঠেছে অবৈধ স্থাপনা ও দোকানপাট। সড়কের পাশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

রবিবার দিনব্যাপী ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের নলিন বাজার পর্যন্ত খাবার হোটেল, চা-স্টল, ফলের দোকান ও কাপড়ের দোকানপাটসহ প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা তাদের দোকানপাট সরায়নি। তাই সওজ’র উদ্যোগে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপদ (সওজ’র) বিভাগের নির্বাহী প্রকোশলী মুহাম্মদ আলিউল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :