আজ আমরা ইতিহাস তৈরি করলাম: জ্যোতি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২২, ১২:৫৩

মাউন্ট মঙ্গাইনুয়ে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথমপর্বের খেলায় পাকিস্তানের বিপক্ষে ৯ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের ইতিহাসে এটাই বাংলাদেশ নারী দলের প্রথম জয়। দুর্দান্ত এই জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমরা ইতহাস তৈরি করলাম।

প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও বাংলাদেশ দলের শুরুটা ভালো ছিল না। বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে জেতা হয়নি স্বাগতিক নিউজিল্যান্ডের মেয়েদের কাছেও।

তবে টানা দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচ জিততে মরিয়া হয়ে উঠেছিল টাইগ্রেসরা। সোমবার ভোরে সেই উদ্দেশ্যেই খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ফারগানা হক পিংকি এবং নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান করে।

রান তাড়া করতে নেমে ২২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে বাংলাদেশ দলও পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত জয়ের দেখা।

এই জয়ের প্রতিক্রিয়ায় নিগার জানান, ‘আমি ভাষায় এই জয়ের অনুভূতি বোঝাতে পারব না। বিশ্বকাপে এটাই আমাদের প্রথম জয়। আজ আমরা ইতিহাস তৈরি করলাম। আমরা এই মোমেন্টাম বাকি টুর্নামেন্টেও ধরে রেখে এগিয়ে যেতে চাই। এখানে আমরা দুটি ম্যাচ দেখেছিলাম, এখানে স্পিনারদের আধিপত্য। আমি ভেবেছিলাম যদি তিনি (সালমা খাতুন) তার সেরাটা দিতে পারেন, আমি তাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারব।’

উল্লেখ্য, নিজেদের পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে মাঠে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। মাউন্ট মঙ্গাইনুয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ বাংলাদেশ সময় ভোর ৪টায়।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :