দুই ব্যবসায়ীর গুদামে মিলল ৮১ হাজার লিটার সয়াবিন তেল!

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২২, ১৬:৫৬

জামালপুরে দুই ব্যবসায়ীর গুদামে মিলেছে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল। জেলার মেলান্দহ বাজারের এই দুই ব্যবসায়ীকে তেল সংকট সৃষ্টির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ওই বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভাণ্ডরে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সহ-সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম জানান, মেলান্দহ বাজার মের্সাস তপু এন্টারপ্রাইজ নামে ওই দোকানে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনো রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জননী তেল ভাণ্ডার নামে অন্য আরেকটি দোকানে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি বিক্রয়ের কোনো রশিদ দোকানির কাছে ছিল না। এই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা টাইমস/ ১৪ মার্চ/আরকেএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :