১৪৮ রানেই অলআউট পাকিস্তান, বড় লিড অজিদের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২২, ১৭:২২

করাচি টেস্টে অস্ট্রেলিয়ার করা ৫৫৬ রানে জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানেই অলআউট হয়েছে স্বাগতিক পাকিস্তান। তাতে ৪০৮ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন আবারও ব্যাট করছে নামবে অস্ট্রেলিয়া।

৮ উইকেটে ৫০৫ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া তৃতীয় দিনে প্রথমে সেশনে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল স্টার্কের উইকেটটি হারান। ২৮ রানে আউট হয়েছেন স্টার্ক।

দশম উইকেট জুটিতে অভিষিক্ত মিচেল সোয়েপসনকে নিয়ে অপ্রতিরোধ্য ৫১ রানের জুটি গড়েন দলনেতা প্যাট কামিন্স। ৩৪ রানে কামিন্স এবং ১৫ রানে সোয়েপসন অপরাজিত থাকেন।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন দুই পাকিস্তানি ওপেনার ইমাম উল হক এবং আব্দুল্লাহ শফিক। ওপেনিং জুটিতে মাত্র ২৬ রান তুলতে পেরেছেন এই দুই ব্যাটার। ব্যক্তিগত ১৩ রানে রানআউট হন শফিক। আর ইমাম আউট হয়েছেন ২০ রানে।

এরপর পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ১৪ রানে আজহার আলি, শূন্যরানে ফাওয়াদ আলম, ৬ রানে মোহাম্মদ রিজওয়ান, ৪ রানে ফাহিম আশরাফ, ৫ রানে সাজিদ খান এবং শূন্যরানে আউট হন হাসান আলি।

এদিকে একাই লড়তে থাকা বাবর আজম আউট হয়েছেন ৩৬ রানে। আর শেষ উইকেটে ব্যাট করতে নেমে ১৯ রান করেন শাহিন শাহ আফ্রিদি। নোমান আলি অপরাজিত থাকেন ২০ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। দুটি উইকেট নেন অভিষিক্ত বোলার মিচেল সোয়েপসন। এছাড়া একটি করে উইকেট পেছেন তিনজন বোলার।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :