সবুজের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে উড়িয়ে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২২, ১৮:০৫

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে সোমবার সোহানুর সবুজের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। এদিন ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী। সবুজের তিন গোলের পাশাপাশি একটি করে গোলের দেখা পেয়েছেন আশরাফুল, আরশাদ হোসেন, পুস্কর খিসা মিমো ও খোরশেদুর রহমান।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোল ব্যবধানে জিতে শুভসূচনা করেছিল বাংলাদেশ। জয়ের ধারা ধরে রাখতেই দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে হোসেন সারোয়ার বাহিনী।

এদিন মাঠে নেমেই দাপুটে খেলা খেলকে থাকে বাংলাদেশ দল। সেই সুবাদে ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গেলের দেখা পায় বাংলাদেশ। মিমোর পুস সারোয়ার হোসেনের স্টপের পর নিখুঁত ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। প্রথম কোয়ার্টারের শেষ দিকে সবুজের ফিল্ড গোলে হয় ব্যবধান দ্বিগুণ।

২৭ মিনিটে সবুজ নিজের দ্বিতীয় গোল করলে বিরতি পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। ৪৬ মিনিটে আরশাদ, ৫৪ মিনিটে খোরশেদ গোল করলে বাংলাদেশ বড় ব্যবধানে জয়ের দিকে এগিয়ে যায়। শেষ দুই মিনিটে দুই গোল করেছেন সবুজ ও মিমো।

প্রথমপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুদল। আর গ্রুপপর্বে নিজেদের ম্যাচে ওমানের মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মার্চ।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :