মিতু হত্যা মামলা: সাবেক এসপি বাবুলকে কেন জামিন নয়
প্রকাশ | ১৪ মার্চ ২০২২, ২০:০৬ | আপডেট: ১৪ মার্চ ২০২২, ২০:১১

চট্টগ্রামে স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রুল দেন। রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এসপি বাবুল গত ৬ মার্চ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কুপিয়ে ও গুলি করে খুন করা হয় মিতুকে। এ ঘটনায় প্রথমে তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়।
তদন্তে বেরিয়ে আসে মিতু হত্যায় জড়িত স্বয়ং তার স্বামী এসপি বাবুল। মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে গত বছরের ১২ মে পাঁচলাইশ থানায় মামলা করেন। পিবিআই মামলাটি তদন্ত করছে।
মিতু হত্যায় বাবুলের সম্পৃক্ততা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে ফেনী কারাগারে আটক রয়েছেন।
(ঢাকাটাইমস/১৪মার্চ/মোআ)