দুদকের মামলায় কাস্টমস কর্মকর্তা হুমায়ুনের ৮ বছরের জেল

প্রকাশ | ১৪ মার্চ ২০২২, ২২:৩৯ | আপডেট: ১৪ মার্চ ২০২২, ২২:৪১

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

দুর্নীতি দমন কমিশনের (দুদকের) মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল অ্যাপ্রেইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুুন কবিরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে তার জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জিত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হুমায়ুুন কবির বরিশাল জেলার বানারীপাড়ার থানার বকুপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি নগরীর খুলশী থানার দক্ষিণ খুলশী ৪ নম্বর জাকির হোসেন সড়কের আবুল মালেক স্মরণীতে বসবাস করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল অ্যাপ্রেইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুুন কবিরকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ কোটি টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। আসামি পলাতক রয়েছে।

এর আগে, ২০১০ সালের ৭ অক্টোবর তৎকালীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালযয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মোহাম্মদ হুমায়ুুন কবিরের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন। থানার মামলা নম্বর- ৬ ও বিশেষ মামলা নম্বর-৩৬/২০১৮। এমামলায় মোহাম্মদ হুমায়ুুন কবিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন আসামি মোহাম্মদ হুমায়ুুন কবিরকে অভিযুক্ত করে আদালতে ২০১৮ সালের ৬ আগস্ট অভিযোগপত্র দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)