দুদকের শরীফকে নিয়ে ১০ আইনজীবীর করা রিট খারিজ

প্রকাশ | ১৫ মার্চ ২০২২, ১৮:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুর্নীতি দমন কমিশন থেকে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে করা রিট খারিজ দিয়েছেন হাইকোর্ট। রিট উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দিয়েছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে গত ১০ মার্চ রিটের ওপর শুনানি শেষ হয়। এরপর এ বিষয়ে আদেশের জন্য দিন আজ দিন ধার্য করেন হাইকোর্ট।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রিটের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত ২৩ ফেব্রুয়ারি দুদক থেকে শরীফ উদ্দিন চৌধুরীকে অপসারণের বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী।

তারা হলেন- মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।

আইনজীবী শিশির মনির বলেন, ‘শরীফ উদ্দিন নিজেই আরেকটি রিট করায় আদালত আমাদের আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে (নটপ্রেস রিজেক্ট) খারিজ করে দিয়েছেন।’

গত ২২ ফেব্রুয়ারি দুদকের আলোচিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শিশির মনির।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাতে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঢাকাটাইমস/১৫মার্চ/ইএস