চুয়াডাঙ্গায় সয়াবিন তেল মজুত রাখার দায়ে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২২, ১৭:১১

চুয়াডাঙ্গায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়ার নেতৃত্বে শহরের গুলশান পাড়ায় গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিকের ছেলে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, দেশে সয়াবিন তেলের কোনো সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের গুলশান পাড়ায় গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। তিনি চুয়াডাঙ্গা বড় বাজার নিচের বাজারে মেসার্স গোলাম স্টোরের স্বত্বাধিকারী। বর্তমানে তার ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করে আসছেন। সয়াবিন তেল মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মজুতকৃত ৩৩ কার্টন তেল বিক্রির জন্য তার দোকানে পাঠিয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনা (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করে এসআই গোপাল চন্দ’র নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :